বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১২:২১ অপরাহ্ন
জিম্মিদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের দাবিতে ইসরাইলে পাঁচ লাখ লোকের সমাবেশ হয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশেপাশের রাস্তায় গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছে তারা।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধের একদিন পর এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
 
গণ সমাবেশে জিম্মি পরিবারের একাধিক সদস্য মঞ্চে বক্তব্য দেন। জিম্মি রম ব্রাসলভস্কির বাবা ওফির ব্রাসলভস্কির বাবা বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে।’
 
জিম্মি মাতান জাংগাউকের মা আইনাভ জাংগাউকমা বলেন, ‘আমার হৃদয় মাতানের জন্য পুড়ছে। আমরা সমন্বিত ও তাৎক্ষণিক চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চাই। আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত দাবি চালিয়ে যাব।’
 
জিম্মি পরিবারগুলো ইসরাইলের জনগণকে সমাবেশে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে জিম্মিদের ফিরিয়ে আনতে কর্মসূচি আরও তীব্র করার ঘোষণা দিয়েছে।

এদিকে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দেয়ার ইসরাইলের পরিকল্পনার ক্ষোভ জানিয়েছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর দাবি, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে জেনোসাইড শুরু হবে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]