সমালোচনার মুখে পূজা চেরী: সিনেমার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন 'হৃদিতা'

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:২৭ পূর্বাহ্ন
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী তার অভিনীত 'হৃদিতা' সিনেমার ট্রেইলার প্রকাশের পর একটি দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অবশেষে এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

২০ সেপ্টেম্বর 'হৃদিতা' সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরী।

ট্রেইলারে একটি দৃশ্যে পূজাকে বিবস্ত্র অবস্থায় দেখানো হয়, যেখানে তার প্রেমিক চরিত্রে অভিনয় করা এবিএম সুমনকে ক্যানভাসে তার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায়। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দেয়। নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পরবর্তীতে ট্রেইলার থেকে সেই আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়া হয়।

এই প্রসঙ্গে পূজা চেরী তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, "ট্রেইলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না; সে কথা আপনারা আমাকে জানাচ্ছেন। আমার অডিয়েন্স সিনেমার ভালো-খারাপ নিয়ে সুন্দরভাবে কথা বলছে- বিষয়টা আমি এপ্রিসিয়েট করি।"

তিনি আরও বলেন, "যে দৃশ্যগুলো নিয়ে আপনারা প্রতিক্রিয়া জানাচ্ছেন তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস 'হৃদিতা'র ভিজ্যুয়ালি রিপ্রেজেন্ট। এ ছাড়া উক্ত আর্টের বিষয়টি শুধুই আর্ট, আমি নই।"

দর্শকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা বলেন, "আপনাদের মতামতের উপর শ্রদ্ধা রেখে উক্ত ট্রেইলারে দেখানো কিছু অংশ ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা যেভাবে এতো দিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, আমার পাশে থেকেছেন, একইভাবে ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া 'হৃদিতা' সিনেমাটিতে পূজা চেরীর বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরাসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]