কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:২১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:২১:৪৩ পূর্বাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনা মোতাবেক সারা দেশে সংগঠন কর্তৃক বৃক্ষ রোপণ কমসূচির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ আগস্ট কক্সবাজার জেলায় 'বাসযোগ্য পৃথিবী' গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে জেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কক্সবাজার জেলায় আনসার ভিডিপি'র বৃক্ষ রোপণ কমসূচি শুরু করা হয়। কর্মসূচিতে অর্জুন, নিম, মেহগনি, পেয়ারা, হরতকি, আমলকি ও গোলাপ জাম গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার আনসার ও ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম-পিভিএম, এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে নিজ বাড়ির আঙিনা বা ব্যক্তিগত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ভিডিপি নিয়মিতভাবে এমন উদ্যোগ নিয়ে থাকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাবৃন্দ। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীসহ আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যরাও এতে অংশ নেন। সবার হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেগুলো রোপণ করা হয়।

আনসার ভিডিপির এই ধরনের নিয়মিত উদ্যোগ স্থানীয় জনগণকে পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণই নয়, বরং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]