রাণীশংকৈল উপজেলায় দলীয় পদ ফিরে পেলেন গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব ও সম্পাদক জাফর

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:২৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:২৮:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গণঅধিকার পরিষদের দলীয় পদ ফিরে পেয়েছেন উপজেলা শাখার সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক জাফর আলী।

গত ৫ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি আদর্শ বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সোবহান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে ৯ আগস্ট (শনিবার) একই স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ণ দায়িত্বে পুনর্বহাল করা হয়।

দলীয় পদ ফিরে পাওয়ার দলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন সভাপতি সোহরাব হোসেন ও সম্পাদক জাফর আলী। এ সিদ্ধান্তে খুশি হয়েছেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা। এবং তারা পুরোদমে তাদের সাংগঠনিক তৎপরতা আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]