নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল,টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
উপজেলার গোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন জানান, রোববার রাত ৯টার দিকে তার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ী ফিরছিলেন। ওই সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ নামক মোড়ে পৌছলে ৮/১০জনের ছিন্তাইকারী রশি দিয়ে পথরোধ করে। এর পর মারধর করে হাত-পা,মুখ বেধে একটি পালছার মোটরসাইকেল,নগদ ২৪হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাসায় ফিরছিলেন। একই স্থানে পৌছলে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে। এর পর হাত-পা,মুখ বেধে একটি এফজেড মোটরসাইকেল,নগদ পাঁচ হাজার ৬০০টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
এছাড়াও একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনার সাথে জরিতদের ধরতে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
উপজেলার গোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন জানান, রোববার রাত ৯টার দিকে তার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ী ফিরছিলেন। ওই সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রীজ নামক মোড়ে পৌছলে ৮/১০জনের ছিন্তাইকারী রশি দিয়ে পথরোধ করে। এর পর মারধর করে হাত-পা,মুখ বেধে একটি পালছার মোটরসাইকেল,নগদ ২৪হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর দাদার বাসায় ফিরছিলেন। একই স্থানে পৌছলে তাকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে। এর পর হাত-পা,মুখ বেধে একটি এফজেড মোটরসাইকেল,নগদ পাঁচ হাজার ৬০০টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
এছাড়াও একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনার সাথে জরিতদের ধরতে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।