বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিক্রয় বিভাগে বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:২৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:২৬:১৮ অপরাহ্ন
১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতাউল কবিরকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানা গেছে।
 
দুদকে আসা অভিযোগ থেকে জানা গেছে, ভুয়া টিকিট বুকিং এবং বুকিং বাতিলের মাধ্যমে চারটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম-জিডিএস কোম্পানি—অ্যামাডিউস, অ্যাবাকাস, গ্যালিলিও ও সাবরি—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এক বছরে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বিমানের উচ্চপর্যায়ের এক সিন্ডিকেটের যোগসাজশ ও অসম চুক্তির সুযোগ নিয়ে এই অর্থ আত্মসাৎ হয়। এ লুটপাটে সহযোগিতা করেছে বিমানের তালিকাভুক্ত তিন শতাধিক ট্রাভেল এজেন্ট।
 
দুদক জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ১০ মাসে টিকিট বুকিং বাতিলের জন্য চারটি জিডিএস কোম্পানিকে ৯৩ কোটি ৯৩ লাখ পরিশোধ করা হয়, যার অধিকাংশ বুকিং ছিল ভুয়া ও উদ্দেশ্যমূলক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]