বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ, দ্রুত বিচার দাবি

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বগুড়ায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংবাদিকরা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় অনলাইন প্রেসক্লাব, বগুড়া জেলা শাখা। সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিন-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম দৌলত, এমদাদুল হক, রবিউল ইসলাম রবি, আশরাফুল ইসলাম রহিত, রাসেল মাহমুদ, সাফায়াত সজল, রসুল খন্দকার, তানসেন আলী মন্টু, সাদিকুর রহমান, শিবলু রহমান, এম এ মহিউদ্দিন, মাসুদ রানা, তৌহিদ মন্ডল, মহসীন আলী এবং রাকিবুল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের পরিবারও দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]