২৬ দেশের নিন্দা সত্ত্বেও গাজায় ইজরায়েলের হামলায় একদিনে নিহত ৭৩

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৫৪:০৩ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটিতে একদিনে আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৯ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছে, যার মধ্যে একজন ৬ বছরের শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন আহত হয়েছে।

এদিকে ইইউ, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এ উপত্যকায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ রোধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]