পদ্মার পানি বিপৎসীমার সন্নিকটে, চরাঞ্চলের পর এবার পদ্মা পাড়ের বসতী প্লাবিত

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩৭:০২ অপরাহ্ন
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি চলে আসায় তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং জেগে ওঠা চরগুলো তলিয়ে যাচ্ছে। এর ফলে, চরবাসীরা তাদের গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন।

সোমবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটারের চেয়ে মাত্র ০.৬৬ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ০.১৭ মিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা পাড়ের বসতীর বাড়িঘর ডুবেগেছে।লোন গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে নদীর পাড় বাঁধা ব্লকের উপর আশ্রয় নিচ্ছেন। তবে যেকোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করেছে এবং তীরবর্তী ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

জানতে চাইলে রাজশাহী শহর রক্ষা শাখা উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়রা বলেন, ২৪ জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। মাঝে একবার কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

পদ্মার পানি বাড়ার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। মিডিলচর চর খিদিরপুর খানপুরসহ অনেক চর পানিতে তলিয়ে গেছে। সেখানকার বাসিন্দারা নৌকাযোগে তাদের মালপত্র ও গবাদিপশু নিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে বা ভাড়া বাসায় উঠছেন।

গবাদিপশু নিয়ে চরবাসী সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। অনেক পশু এখনও চরে আটকা পড়ে আছে এবং গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে, চরাঞ্চলের মানুষের জন্য টেকসই পুনর্বাসন এবং গবাদিপশুর জন্য নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংস্থান একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]