ফের বিয়ের পিঁড়িতে পিয়া বিপাশা, প্রকাশ্যে মার্কিন স্বামী

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১৯:১৪ অপরাহ্ন
অবশেষে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি তার প্রেমিককে বিয়ে করেছেন। যদিও বেশ কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, সম্প্রতি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন।

পিয়া বিপাশার স্বামীর নাম কুইন্টিন টিমোথি এবং তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বাসিন্দা। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, চলতি বছরের এপ্রিলে পিয়া জানিয়েছিলেন যে বছরের শেষ নাগাদ বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে তার আগেই তারা গাঁটছড়া বাঁধেন।

বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে সাদা গাউন পরা অবস্থায় এবং তার স্বামীকে বাদামী রঙের ব্লেজারে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, "চিরকালের প্রতিশ্রুতির দিন।

তবে, স্বামীর পরিচয় ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশ কিছুদিন গোপনীয়তা বজায় রেখেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার স্বামী প্রচারের আলোতে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

পাঁচ বছর আগে একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া বিপাশা। সেখানে যাওয়ার আগেই তার প্রথম সংসারের ইতি ঘটে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে যুক্ত আছেন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। তাহসান খানের বিপরীতে 'দ্বিতীয় মাত্রা' নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এছাড়া, 'রুদ্র: দ্য গ্যাংস্টার' নামক একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]