দীপিকা পাড়ুকোন: হলিউডের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৩:১২:৩৮ অপরাহ্ন
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার হলিউডের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে সম্মানজনকহলিউড ওয়াক অফ ফেম-এ স্থান করে নিয়েছেন তিনি।২০২৬ সালে মোশন পিকচার্স বিভাগে তার নামে একটি তারকা উন্মোচিত হবে, যা বিশ্ব চলচ্চিত্রে তার অবদানের এক অসামান্য স্বীকৃতি।

এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে দীপিকা পাড়ুকোন ডেমি মুর এবং এমিলি ব্লান্টের মতো আন্তর্জাতিক তারকাদের পাশে নিজের জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য,হলিউড ওয়াক অফ ফেম-এ তারকা পাওয়া বিশ্বজুড়ে বিনোদন জগতের ব্যক্তিত্বদের জন্য একটি বড় সম্মান হিসেবে বিবেচিত হয়।

দীপিকার এই সাফল্য ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্যও এক গৌরবময় মুহূর্ত। এর আগে ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির মাধ্যমেহলিউডে তার পথচলা শুরু হয়েছিল।এই ছবিতে জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে তার অভিনয় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।

শুধু অভিনয় দিয়েই নয়, দীপিকা তার ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমেও বিশ্ব দরবারে ছাপ রেখেছেন। ২০১৮ সালে তিনি টাইম ম্যাগাজিনের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান পান। এছাড়াও ২০২২ সালে তাকে টাইম১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তিনি অস্কারের মঞ্চেও একজন উপস্থাপক হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

সম্প্রতি, সামাজিক মাধ্যমেও দীপিকা এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হিলটন হোটেলের জন্য তৈরি করা তার একটি ইনস্টাগ্রাম রিল বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা রিলের খেতাব পেয়েছে, যা ১.৯ বিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
অভিনেত্রী, প্রযোজক এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার একজন বলিষ্ঠ প্রবক্তা হিসেবে দীপিকা পাড়ুকোনের এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। হলিউড ওয়াক অফ ফেমে তার নাম ওঠা বিশ্ব বিনোদনে ভারতীয়দের ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]