রাজশাহী আইন মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫০:২৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী রাজশাহী আইন মহাবিদ্যালয় (রাজশাহী ল কলেজ) ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

কর্মসূচির শুরুতে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। একইসাথে, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও, জাতি গঠনে আইন শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

পরে কলেজ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির মূল কার্যক্রম শুরু হয়, যেখানে প্রধান অতিথি, কলেজ অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকগণ এবং এলএলবি প্রথম পর্বের শিক্ষার্থীদের মধ্যে মোঃ এম নাঈম, মোহাম্মদ আসিফ মাহমুদ, রওনক আরা জেসমিন, শামনাজ পারভিন প্রাচুর্য, মেহনাজ পারভীন সৌন্দর্য, সালমা, মুক্তা ও রুহুল আমিন।

এছাড়াও এলএলবি দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন: মাহমুদ মোর্শেদ ইভান, খালিদ হাসান বকুল, আলমগীর দেওয়ান শিশির, খন্দকার রুবায়েদ জামান আবির, ফয়সাল রহমান বাপ্পি, সেলিম রেজা, আরিয়া জান্নাত সাথী, জেসমিন আরা উর্মি এবং কলেজের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান ডিকেন্স সহ আরও অনেকে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোঃ এম নাঈম পিয়ার এবং মাহমুদ মোর্শেদ ইভান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]