আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি হবে: মেজর অব. হাফিজ

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১১:৩৭ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দীন বলেছেন, আওয়ামীলীগ যা করেছে তাই করলে একই পরিনতি ভোগ করতে হবে। বুধবার রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পতন কেন হয়েছে আপনারা জানেন। দুর্নীতি, ভূয়া নির্বাচন, অর্থ-সম্পদ লুট এবং বিরোধীদলের নেতাকর্মীদের উপর অত্যাচার করার কারণে তাকে পালাতে হয়েছে। জনগণের ভোটে জিয়াউর রহমানের দল এবার ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ তবে আমাদের উপর অনেক দায়িত্ব। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। আওয়ামীলীগ যা করেছে তা আমরা করলে একই পরিনতি ভোগ করতে হবে। 

এসময় তিনি আরো বলেন, একটি দলের কোনো জনসমর্থন নেই দেখে নির্বাচনের তারিখ দেওয়ায় তাদের মন খারাপ। তাঁরা গত একটা বছর ধরে ক্ষমতার সাধ গ্রহণ করছিল। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই এদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ। এখানে স্বাধীনতার বিপক্ষের শক্তির কোনো জায়গা জনতা দেবে না।  

আলোচনা সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া, আহত হওয়া আমার ভাই আমার সন্তানদেরকে যেন আমরা ভুলে না যায়। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছ। উন্মুক্ত জায়গা সভা করতে পারতেছি, মিছিল করতে পারতেছি। তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে। 

সভায় এনসিপিকে ভুলের জন্য ক্ষমা চেয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিকেল ৬টায় আলুপট্টি মোড় থেকে বিজয় মিছিল বের হয়ে নগরীর সাহেব বাজার অতিক্রম করে রাজশাহী কলেজ গেটে গিয়ে তা শেষ হয়। 

সভায় রাজশাহী মহানগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]