অবতরণের সময় আমেরিকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:০০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৫:০০:৩৫ অপরাহ্ন
আমেরিকার অ্যারিজোনায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ বুধবার এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কাছের একটি হাসপাতাল থেকে রোগী আনতে মেডিকেল ট্রান্সপোর্ট বিমানটি নিউ মেক্সিকো থেকে রওনা হয়। 

এসময় বিমানটিতে ২ পাইলট ও ২ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। নাভাজো নেশন এলাকায় একটি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। 

স্থানীয় পুলিশ জানায়, সেখানেই অবতরণের চেষ্টা করলেও ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]