মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০০:২৪ অপরাহ্ন
মার্কিন ভিসাধারী ভারতীয়দের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়কালকে সম্মান করার কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে, যেকোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

সোমবার (৪ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস বলেছে, ‘আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন। আই-৯৪ (যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন/প্রস্থান রেকর্ড) অ্যাডমিট অব ডেট-এর পরেও যুক্তরাষ্ট্রে থাকার ফলে ভিসা প্রত্যাহার, সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে।’ 
 
পোস্টে আরও বলা হয়, ‘অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান এখানে আপনার ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে।’ খবর এনডিটিভি’র।  

এদিকে, সোমবার জর্জিয়ার ১৪তম ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্সে দেয়া একটি পোস্টে বলেছেন, ‘ভারতীয় এইচ১-বি ভিসা বন্ধ করুন এবং ওবামা/বাইডেন/ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন ও অস্ত্র পাঠানো বন্ধ করুন।’ 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বিবৃতির প্রসঙ্গ টেনে টেলর গ্রিন এই মন্তব্য করেন। সোমবার ট্রাম্প বলেন, ভারত যে শুল্ক দিচ্ছে, ‘বিপুল পরিমাণে রাশিয়ান তেল কেনার জন্য’ তা আরও বাড়াবে যুক্তরাষ্ট্র।
 
মস্কো থেকে কেনা তেলের বেশিরভাগই অংশই ‘বেশি লাভে’ খোলা বাজারে বিক্রি হচ্ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
 
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে। রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) তাদের পরোয়া করে না।’
 
এসবের কারণেই ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। 
 
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। তিনি আরও জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকেও একটি ‘অনির্দিষ্ট জরিমানার’ সম্মুখীন হতে হবে, তবে বিস্তারিত কিছু বলেননি। 

এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। 
 
যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি। সূত্র: এনডিটিভি, রয়টার্স

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]