জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৫৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৫৩:০৭ অপরাহ্ন
আগামীকাল ৩৬ জুলাই (৫ আগস্ট) প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তাঁদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষ্যে আগামীকাল সকাল ৯ টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন অনুষ্ঠানে থাকবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাগণের স্মৃৃতিচারণা ও আলোচনা সভা।

এদিন অনুষ্ঠানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাগণকে উপহার সামগ্রী হস্তান্তর করা হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]