নাচের পোশাকে তমান্না, মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরল জনতা

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৮:৪২ অপরাহ্ন
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরলেন ভক্তরা। নিজস্বী তোলার আবদার সামলাতে সামলাতে তমান্না যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেল ক্যামেরাতেই। আর তার পরই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার!

শনিবার ওই পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তমান্না। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন, ক্যাটরিনা কইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তমান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, তমান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তোলাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন।

পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখেই সামাল দিয়েছেন তমান্না। কোনও ভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনও দেহরক্ষীকে দেখা যায়নি তাঁর আশপাশেয় আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাঁকে এ ভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

সোনালি ঘাগড়া-চোলি পরিহিত তমান্না যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন, তাঁর চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, “আরে দেখে বুঝতে পারছেন না ওঁর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]