নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২১:১৭ অপরাহ্ন
উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যাটলাসের ‍মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মেসি ও জর্ডি আলবা। তাদের সঙ্গে মায়ামিতে অভিষেক হয়ে গেল কিছুদিন আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা রদ্রিগো ডি পলের।

চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও, দুই গোলের সহায়তা করেছেন।

সমানে সমান লড়াইয়ের ম্যাচে সব বিভাগেই এগিয়ে ছিল মায়ামি। তবুও তাদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে সহজ এক গোল করেন সেগোভিয়া।

৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো। তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলো ওয়েইগ্যান্ড্টের গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। বল পেয়ে সতীর্থকে পাস দেন তিনি। বল পেয়ে খালি জালে বল পাঠান ওয়েইগ্যান্ড্ট।

গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্য নেয়। তবে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের অভিষেক হয়েছে এই ম্যাচে। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তিনি। দুইজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন।    

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]