ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০০ নারী উদ্যোক্তার জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:২৭ অপরাহ্ন
দেশের ১০০ জন নারী উদ্যোক্তা নিয়ে ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।কর্মশালায় নারী উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে কীভাবে পণ্য উন্নয়ন, বিপণন এবং ডিজিটাল ব্র্যান্ডিং করা যায়, এসব প্রয়োজনীয় বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২৮ জুলাই ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সহযোগিতা এবং গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি আয়োজিত হয়।

‘ডিজিটাল উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন’শীর্ষক এই কর্মশালায় ব্যবসা উন্নয়ন, প্রতিযোগিতা মূল্যায়ন, মার্কেটিং অটোমেশন, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীরা, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন টিপু, অপজো টেকনোলজির কো-ফাউন্ডার শাহ পরান, ভারচুয়ানিক সল্যুশনসের ফাউন্ডারআসাদ ইকবাল,কাজ৩৬০-এর ফাউন্ডার এমরাজিনা ইসলামএবংমার্কোপলো এআই-এর এমটিও নুজহাত ফারহানা।

কর্মশালা শেষেঅংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়,যেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই আয়োজন নিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ডিজিটাল অর্থনীতি যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের উদ্যোক্তাদেরও ঠিক তত দ্রুত গতিতে এগিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে। এই কর্মশালাটি আয়োজন নিয়ে আমাদের বৃহত্তর লক্ষ্য হলো, নারী ও এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, ডিজিটাল টুলস এবং কৌশলগত সহায়তা প্রদানের মাধ্যমে তাঁদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণে সহায়তা করা। ব্র্যাক ব্যাংকে আমরা নিজেদের ‘উন্নয়নের অংশীদার’ হিসেবে দেখি, যারা একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্র্যাক ব্যাংক দেশের নারী ও এসএমই উদ্যোক্তাদের ‘কমপ্লিট ফাইন্যান্সিয়াল পার্টনার’ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এমন উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির লক্ষ্য হলো, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাঁদের সফল ব্যবসাগড়ে তুলতে সহায়তা করা, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]