বাজারে এলো স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৫৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৫৭:০৫ অপরাহ্ন
ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের  টিভি উন্মোচন করেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। যা দুর্দান্ত ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
প্রতিনিয়তই মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনধারাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্যামসাং; তাই ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও বিশেষায়িত করতে  উদ্ভাবনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।  ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেটবান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।

২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক ‘এআই প্রসেসর।’ এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি; যেমন: ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি ( ৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।

স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে করে তুলবে আরও স্মার্ট। মানসম্পন্ন ছবি ও শব্দের জন্য জন্য ভিশন এআই -তে রয়েছে এআই আপস্কেলিং প্রো ও এআই পিকচার; ডলবি অ্যাটমস সমর্থিত এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো; এবং টিভির ব্যবহারকে আরও বিশেষায়িত করে তুলতে এআই কাস্টোমাইজেশন মোডের মাধ্যমে এআই অপ্টিমাইজেশন সুবিধা। এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এ সিরিজের টিভিতে বিদ্যুৎ খরচ কম হবে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত। এছাড়াও, রয়েছে ব্যবহারবান্ধব চমৎকার সব ফিচার; যেমন: জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচারস। এ ফিচারগুলো ক্রেতাদের টিভি দেখার অভিজ্ঞতায় যুক্ত করবে ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস।

ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম  ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এছাড়াও, টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘেœ টিভির সাথে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম।

২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার – ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।

নতুন এ সিরিজের উন্মোচন নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “উদ্ভাবন ও প্রযুক্তিই নয়, ক্রেতাদের প্রতি আমাদের অঙ্গীকারই স্যামসাং-কে অন্য ব্রান্ডের থেকে আলাদা করেছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি জীবনকে সহজ করে, জটিল নয়। আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দেই; যে কারণে, ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।”

স্যামসাং টিভি বৈশ্বিক বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে অবস্থানে রয়েছে। নতুন বাজারে আসা ২০২৫ সিরিজের টিভি গুলোতে ব্র্যান্ডটির উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন ঘটেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]