
এক ওভার করতে ১৮ বল, তারপরও শেষ হলো না ওভার। এমন কাণ্ডই ঘটেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল)। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জন হাস্টিংস পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বল করতে এসে এক ওভারে ওয়াইড দিয়েছেন ১২টি, নো বল করেছেন একটি। একে একে ১৮টি বল করলেও ওভার আর শেষ করতে পারেননি। শেষ বলের আগেই জিতে গেছে পাকিস্তান।
ম্যাচটা হয়েছে গতকাল (মঙ্গলবার) লেস্টারের গ্রেস রোডে। টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ১১.৫ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায়। সাইদ আজমল ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অজিদের ধসিয়ে দেন। ইমাদ ওয়াসিম ২টি ও সোহেল তানভীর ১ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৭ ওভারেই বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলে। সে সময়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হাস্টিংসকে আনেন অজি অধিনায়ক ব্রেট লি।
শোয়েব মাকসুদকে বল করতে এসে টানা পাঁচটি ওয়াইড দিয়ে ওভার শুরু করেন হাস্টিংস। এই সবগুলোই ছিল অফসাইডে। এরপর টানা দুটি বৈধ বলে সিঙেল আর চার হজম করেন অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৩৯টি ম্যাচ খেলা এই ফাস্ট বোলার।
এরপর একটি নো বল করেন তিনি, যার পরের বলটা ছিল লেগ সাইডে ওয়াইড। লাইন খুঁজে পেতে ব্যর্থ হয়ে এন্ড বদলান হাস্টিংস। কিন্তু এরপরেই তিনটি ওয়াইড করেন। দুই এন্ড থেকে টানা বল করতে এসেও বারবার লাইন মিস করছিলেন তিনি। মাঝে দুটি বৈধ বল থেকে দুই রান নেন দুই পাকিস্তানি ব্যাটার। শেষ বলের আগে ও টানা পাঁচটি ওয়াইড দেন হাস্টিংস। তাতে জয়ের জন্য প্রয়োজনীয় রান পেয়ে যা পাকিস্তান। শেষ বলটা শেষ পর্যন্ত আর করতেই হয়নি।
এটিকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম দীর্ঘ ওভার বলা হচ্ছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছে বাজেভাবে। পাকিস্তান জয় পেয়েছে১০ উইকেটে। শীর্ষস্থান নিয়ে পাকিস্তান উঠে গেছে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়ারও অবশ্য এই হারে কোনো ক্ষতি হয়নি। সেমিফাইনালে উঠেছে তারাও। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ম্যাচটা হয়েছে গতকাল (মঙ্গলবার) লেস্টারের গ্রেস রোডে। টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ১১.৫ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায়। সাইদ আজমল ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অজিদের ধসিয়ে দেন। ইমাদ ওয়াসিম ২টি ও সোহেল তানভীর ১ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৭ ওভারেই বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলে। সে সময়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হাস্টিংসকে আনেন অজি অধিনায়ক ব্রেট লি।
শোয়েব মাকসুদকে বল করতে এসে টানা পাঁচটি ওয়াইড দিয়ে ওভার শুরু করেন হাস্টিংস। এই সবগুলোই ছিল অফসাইডে। এরপর টানা দুটি বৈধ বলে সিঙেল আর চার হজম করেন অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৩৯টি ম্যাচ খেলা এই ফাস্ট বোলার।
এরপর একটি নো বল করেন তিনি, যার পরের বলটা ছিল লেগ সাইডে ওয়াইড। লাইন খুঁজে পেতে ব্যর্থ হয়ে এন্ড বদলান হাস্টিংস। কিন্তু এরপরেই তিনটি ওয়াইড করেন। দুই এন্ড থেকে টানা বল করতে এসেও বারবার লাইন মিস করছিলেন তিনি। মাঝে দুটি বৈধ বল থেকে দুই রান নেন দুই পাকিস্তানি ব্যাটার। শেষ বলের আগে ও টানা পাঁচটি ওয়াইড দেন হাস্টিংস। তাতে জয়ের জন্য প্রয়োজনীয় রান পেয়ে যা পাকিস্তান। শেষ বলটা শেষ পর্যন্ত আর করতেই হয়নি।
এটিকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম দীর্ঘ ওভার বলা হচ্ছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছে বাজেভাবে। পাকিস্তান জয় পেয়েছে১০ উইকেটে। শীর্ষস্থান নিয়ে পাকিস্তান উঠে গেছে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়ারও অবশ্য এই হারে কোনো ক্ষতি হয়নি। সেমিফাইনালে উঠেছে তারাও। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।