হারানো ৫১টি মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:১২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:১২:১৫ অপরাহ্ন
হারিয়ে যাওয়া উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সকল মোবাইল ফিরিয়ে দেন তিনি।।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। 

জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেন। 

৫১টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৭টি, স্যামস্যাং ১১ টি, শাওমি ৯টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, মোটোরলো ২টি,  টেকনো ১টি, ওপ্পো ৬টি , হুয়াই ৩টি ও সেম্পনি  ব্র্যান্ডের ১টি। 

এছাড়া বিকাশে ১৫,৫০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়। 

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। ভুক্তভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]