নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে পড়ল বাংলাদেশ। যেখানে লাল সবুজদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া।

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হলো ড্র অনুষ্ঠান। যেখানে পট-৪ থেকে ঋতুপর্ণাদের ভাগ্য নির্ধারণ হয়েছে ‘বি’ গ্রুপে।
 
অপর তিন প্রতিপক্ষ এসেছে তিনটি আলাদা পট থেকে। যেখানে পট-৩ থেকে উজবেকিস্তানকে পায় বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়া ছিল যথাক্রমে পট-২ এবং পট-১ এ।
 
এছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনস। আর ‘সি’ গ্রুপে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপেকে।

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।
 
আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে ঋতুপর্ণারা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজরা।
 
গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।  তাদের সঙ্গে তিন গ্রুপের সেরা দুই সেকেন্ড রানার্স আপও সুযোগ পাবে সেরা আটে। ২১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।
 
এ টুর্নামেন্টে ভালো করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে বিশ্বকাপ ও অলিম্পিকেও জায়গা করে নেয়ার। নারী এশিয়ানক কাপের গ্রুপে পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে বিশ্বকাপ টিকেট। অবশ্য তৃতীয় হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। ছয় মহাদেশের ১০ দলের মধ্যে দুই ভাগে করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে তিন দল সুযোগ পাবে ২০২৭ নারী বিশ্বকাপে। বিশ্বকাপ না হলে অলিম্পিকেও খেলার সুযোগ আছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]