আরএমপি পুলিশ কমিশনারের নিকট বিএনপি নেতাদের স্বারক লিপি প্রদান

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১১:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১১:৫৩:২৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার, বিভিন্ন থানার অভিযুক্ত মামলার আসামি, আওয়ামী লীগের দোষর, চিহিৃত অপরাধী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আরএমপি পুলিশ কমিশনার বরাবর স্বারক লিপি প্রদান করেছেন বিএনপি নেতারা।

রাজশাহী বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষে স্বারক লিপিতে স্বাক্ষর করেন মোঃ সাইদুর রহমান পিন্টু। তিনি সাবেক সভাপতি বোয়ালিয়া থানা বিএনপি রাজশাহী মহানগর ও মোঃ আনসার আলী, সাবেক সভাপতি মতিহার থানা বিএনপি মহানগর, রাজশাহী।

শনিবার (১৭ মে) এই স্বারক লিপি প্রদান করেন তারা।  এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম মিলু ও সাবেক যুবদল মহানগর সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]