স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিল এনসিসি ব্যাংক

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন
রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিয়েছে এনসিসি ব্যাংক। রোববার সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা তুলে দেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষে‘ এনসিসি নিসর্গ আপনার সাথে, সবুজের পথে’ শীর্ষক কর্মসূচির আওতায় স্কুল প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেরা, হরীতকী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩২টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণও করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ির আঙিনায় লাগানোর জন্য আরও ১০০টি চারা তাদের হাতে তুলে দেওয়া হয়।

শুধুমাত্র গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মাঝে গাছের যত্ন ও পরিচর্যার প্রবণতা গড়ে তুলতেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। বাড়িতে লাগানো গাছের পরিচর্যায় আগ্রহী শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ। এই কর্মসূচিটি রাজশাহীর চারটি স্কুলে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. বাকের হোসেন, ব্যাংকের উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ, রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ আল আমিন, স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক সাদেকুর রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]