নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে কমপক্ষে ২৫ জনের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৪:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৪:৫৪:০৬ অপরাহ্ন
নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিক প্রতিবেদন অনুসারে, নৌকাটি মুনিয়া অঞ্চলের বাজারগামী যাত্রীদের বহন করছিল এবং শিরোরো এলাকায় ডুবে যায়। এর ফলে আরও অনেকে নিখোঁজ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বর্ষাকালে প্রায়শই নৌকা দুর্ঘটনা ঘটে। বিশেষ করে পরিবহনের জন্য ব্যবহৃত নদী এবং হ্রদে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]