নগরীর আলুপট্টিতে 'রোড টু জুলাই' ড্রামা শো উপস্থাপিত

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫০:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক গণতন্ত্র পূণরুদ্ধার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লড়াই সংগ্রামের উপর "রোড টু জুলাই" শীর্ষক ভিজুয়াল ড্রামা শো উপস্থাপিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কর্মসূচির অংশ হিসেবে এ ড্রামা শো উপস্থাপিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই যোদ্ধাদের বিভিন্ন আইকনিক দৃশ্য সম্বলিত বোর্ডে সজ্জিত হয় মঞ্চের চতুর্দিক। জুলাই শহীদ আবু সাঈদের দু'হাত প্রসারিত করা আইকনিক দৃশ্য, রিক্সাতে লাশ ঝোলার মর্মান্তিক দৃশ্য, রিক্সা চালকের স্যালুট করার স্মৃতিবহুল দৃশ্যসহ রক্তাক্ত অবস্থায় জুলাই'য়ে ফ্যাসিস্ট ও তার দোসরদের আঘাতে পড়ে থাকা প্রতীকী নিথরদেহের দৃশ্যসহ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম, রিয়া গোপসহ অন্যান্য শহীদদের ছবিও ঠায় পায় সেখানে।

ভিজুয়াল এ শো দেখতে বিকেল থেকেই নারী-শিশু-কিশোর, বৃদ্ধ-বনিতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। শো দেখতে আসা সম্রাট হোসেন নয়ন নামক এক দর্শনার্থী বলেন, এখানে পড়ে থাকা প্রতীকী লাশগুলো, শহীদদের ছবি, আইকনিক দৃশ্যগুলো, ভিজুয়াল ড্রামা শো, বিপ্লবী গান সবমিলিয়ে মনে হচ্ছে জুলাই স্বচোক্ষে পুনরায় দেখছি। বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন করার জন্য।

'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কমিটি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত অনুষ্ঠানে বলেন, আমরা যেন আমাদের শহীদদের ভুলে না যায়। আমরা যেন জুলাই-আগস্টের দিনগুলোকে মন মুছে না ফেলি। সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, আগামী সোমবার (২৮ জুলাই) মহানগরীর বিনোদপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কর্মসূচির অংশ হিসেবে 'গণতন্ত্রের অভিযাত্রায় জুলাই-আগস্ট' শীর্ষক সংগীত সন্ধ্যা উদযাপিত হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]