রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন কাঠমিস্ত্রি

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২৮:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার হাড়িয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তপন নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ১জন নিহত ও ২জন আহত  হয়েছে। স্থানীয় লোকজন আহতদের রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তপন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। অপর ২ জনকে আশংঙ্কাজন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত যুবক উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে তপন রায় (২৪) আহতদের বাড়ি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল (২৫) অপরজন আব্দুল আলীম (২২) তিনি পাশ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামদের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অভিযোগ না থাকায় ইউডি মামলা করে নিহত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]