রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৫২ অপরাহ্ন
নওগাঁর রাণীনগর থেকে অপহরণ হওয়া কিশোরীকে নারায়ন গঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী যুবক মিলন হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার এবং গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক বলেন,গত ১২ জুলাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক কিশোরী (১৫) সন্ধায় বাড়ীর বাহিরে আসলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলোনী এলাকার ইউনুস আলী ওরফে মোসারব হোসেনের ছেলে মিলন হোসেন সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১৬জুলাই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধির গঞ্জ এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহৃতা কিশোরীকে উদ্ধারসহ যুবক মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, গ্রেফতার মিলন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]