রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৭:২৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৭:২৫:০২ অপরাহ্ন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই),সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি’ উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারী এন্ড কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]