কালো স্ট্র্যাপলেস গাউনে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর শ্রেয়া

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:২০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:২০:০৪ অপরাহ্ন
কালো রঙের স্ট্র্যাপলেস গাউন, নজরকাড়া গ্ল্যামার, ক্যামেরার সামনে বোল্ড লুকে এক অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত শ্রেয়া চৌধুরী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা ইতিমধ্যেই ভাইরাল।

ছবিগুলিতে শ্রেয়াকে দেখা গিয়েছে বডি-কন স্টাইলের স্ট্র্যাপলেস কালো গাউনে। হাতে কোনও অ্যাক্সেসরিজ নেই, গায়ে শুধু একটি ঘড়ি। হালকা কার্ল করা খোলা চুল, ন্যূনতম মেকআপে নজরকাড়া লুক। সেই সঙ্গে ক্যামেরার দিকে সরাসরি দৃষ্টিতে যেন স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "Just a girl in her villain era." ক্যাপশনের সঙ্গে তাল মিলিয়ে ছবিগুলিতেও ধরা পড়েছে এক অনন্য আভিজাত্য।

নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন শ্রেয়া। অনেকেই মন্তব্য করেছেন, "গর্জিয়াস!", "এত সুন্দর হওয়া যায়?", "ব্ল্যাক কুইন!" কেউ কেউ আবার লিখেছেন, "Bandish Bandits-এর তমন্না যেন আরও মুগ্ধ করল এবার।"

২০২০ সালে ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ তামন্না চরিত্রে অভিনয়ের পর থেকেই শ্রেয়ার জনপ্রিয়তা বেড়েছে। সিরিজটির সাফল্যের পর তিনি কাজ করছেন অমিত ভাটিয়ার ‘The Mehta Boys’ প্রজেক্টে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]