১০০ কোটির দোরগোড়ায় আহান পান্ডের 'সাইয়ারা'

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:২৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:২৪:৫৮ অপরাহ্ন
মুক্তির আগেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১৮ জুলাই। প্রথমবার বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আহান পান্ডে ও অনীত পাড্ডাকে। মুক্তির পর দর্শকমহলে ছবিটি ভালই গ্রহণযোগ্যতা পেয়েছে—তারই প্রমাণ টিকিট বিক্রির পরিসংখ্যান।

চতুর্থ দিনের প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘সাইয়ারা’ সোমবার দেশে আয় করেছে আনুমানিক ১৬.৩৫ কোটি টাকা। যদিও এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়, তবে ইঙ্গিত পরিষ্কার।

এর আগে ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছিল ২১ কোটি টাকা। দ্বিতীয় দিনে (শনিবার) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ কোটি। রবিবার অর্থাৎ তৃতীয় দিনে আয় হয় ৩৫.৭৫ কোটি টাকা।

সোমবারের আয় যুক্ত হলে ‘সাইয়ারা’-র মোট সংগ্রহ দাঁড়াচ্ছে আনুমানিক ৯৯.৬০ কোটি টাকা। অর্থাৎ মঙ্গলবার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এলে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলেই আশা করা হচ্ছে।

এই বছর বক্স অফিসে এখনও পর্যন্ত একমাত্র বড় রেকর্ড গড়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। মুক্তির পর প্রথম সোমবারেই ছবিটি আয় করেছিল ২৪ কোটি টাকা এবং শেষমেশ তার ঘর ছুঁয়েছে ৬০০ কোটির বেশি। ফলে ‘সাইয়ারা’ যদি এই গতি ধরে রাখতে পারে, তাহলে চলতি বছরের অন্যতম সফল হিন্দি ছবির তালিকায় জায়গা করে নেওয়া সময়ের অপেক্ষা।

সমালোচক এবং দর্শক উভয় মহলেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। আহান পান্ডের আত্মপ্রকাশের এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও বাজারমুখী সম্ভাবনা। এখন দেখার, মঙ্গলবারের চূড়ান্ত বক্স অফিস রিপোর্টে ‘সাইয়ারা’ কতটা এগিয়ে যেতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]