ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জনের মৃত্যু

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:৪৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:৪৭:০৭ অপরাহ্ন
ভিয়েতনামে খারাপ আবহাওয়ার মধ্যে পর্যটকবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

ভিয়েতনামের উত্তরে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার।
 
উদ্ধারকারীরা বলছেন, ভারি বৃষ্টিপাতের কারণে জীবিতদের সন্ধানে ব্যাঘাত ঘটছে, তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ান্ডার সিজ নামের জাহাজটিতে ৫৩ জন যাত্রী ছিল। সেটি হঠাৎ ঝড়ের কবলে পড়ার পর ডুবে যায়। 
 
একজন প্রত্যক্ষদর্শী একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। এসময় মুষলধারে বৃষ্টি, বজ্রপাত শুরু হয়।
 
জানা গেছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে কমপক্ষে আট শিশু রয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য রাত পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং ‘কঠোরভাবে লঙ্ঘনের (নিয়ম) ঘটনা মোকাবিলা করবে’। সূত্র: বিবিসি

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]