
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুওয়াইদায় অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় ৯৪০ জন নিহত হয়েছে। অ্যারাবিয়া মেডিকেল সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ এ খবর জানিয়েছে। পূর্ববর্তী প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭১৮ জন বলে জানানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুলাই থেকে চলমান সহিংসতায় নিহতের মধ্যে ২৬২ জন স্থানীয় আরব বেদুইন রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু আছে। এছাড়া দ্রুজ গোষ্ঠীগুলো ৩২৬ জন সদস্যকে হারিয়েছে আর সরকারি সেনা ৩১২ জন নিহত হয়েছে।
এছাড়া সরকারপন্থী আরব উপজাতিদের আধাসামরিক ইউনিটগুলো ২১ জন যদ্ধাকে হারিয়েছে এবং ১৯ জন অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল শনিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মিলিশিয়া এবং ড্রুজ প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ বন্ধ করার জন্য সুওয়াইদা প্রদেশে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় প্রণীত 'পুনর্মিলন পরিকল্পনা' অনুসারে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
১৩ জুলাই দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়, আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৫ জুলাই সিরিয়ার বাহিনী শহরে প্রবেশ করে এবং অভিযান শুরু করে।
এর কিছুক্ষণ পরেই ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে। ইসরায়েল বলেছে, তারা দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার চেষ্টা করছে। ১৬ জুলাই ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কের কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
দ্রুজরা মূলত একটি আরবিভাষী জাতিগত ও ধর্মীয় গোষ্ঠী, যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং জর্ডানে বাস করে। সিরিয়ায় ৭ লাখ দ্রুজ রয়েছে, যারা কুর্দি এবং আলাউইতের পরে তৃতীয় বৃহত্তম ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুলাই থেকে চলমান সহিংসতায় নিহতের মধ্যে ২৬২ জন স্থানীয় আরব বেদুইন রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু আছে। এছাড়া দ্রুজ গোষ্ঠীগুলো ৩২৬ জন সদস্যকে হারিয়েছে আর সরকারি সেনা ৩১২ জন নিহত হয়েছে।
এছাড়া সরকারপন্থী আরব উপজাতিদের আধাসামরিক ইউনিটগুলো ২১ জন যদ্ধাকে হারিয়েছে এবং ১৯ জন অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল শনিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মিলিশিয়া এবং ড্রুজ প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ বন্ধ করার জন্য সুওয়াইদা প্রদেশে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় প্রণীত 'পুনর্মিলন পরিকল্পনা' অনুসারে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
১৩ জুলাই দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়, আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৫ জুলাই সিরিয়ার বাহিনী শহরে প্রবেশ করে এবং অভিযান শুরু করে।
এর কিছুক্ষণ পরেই ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে। ইসরায়েল বলেছে, তারা দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার চেষ্টা করছে। ১৬ জুলাই ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কের কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
দ্রুজরা মূলত একটি আরবিভাষী জাতিগত ও ধর্মীয় গোষ্ঠী, যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং জর্ডানে বাস করে। সিরিয়ায় ৭ লাখ দ্রুজ রয়েছে, যারা কুর্দি এবং আলাউইতের পরে তৃতীয় বৃহত্তম ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু।