লালপুরে পদ্মা চরে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার সহ আটক-৩

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৪২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৪২:১৮ অপরাহ্ন
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর জেগে উঠা চরের দিয়াড় বাহাদুরপুর নামক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালানা করা হয় বলে জানা গেছে। 

আটকৃতরা হলেন: মেহফুহজ হক সোহাগ (৩৯),আশরাফুল ইসলাম বাপ্পী (২৮) ও রোকেয়া (৫৫)। 

এসময় পাকিস্তানি ১টি রিভলবার, ভারতীয় ১টি পিস্তুল, ১টি ডাবল ব্যারেল শাটারগান, ৩৯ রাউন্ড (৭.৬৫মিমি বল অ্যামো) গুলি, ৯ রাউন্ড (২২ মিমি বল অ্যামো) গুলি, ৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১২ লাখ ৫৬ হাজার ৩শ ১২ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। 

লালপুর থানার ওসি মমিনুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]