৪২ বছরে ২৪০ কোটির ব্যবসা সামলাচ্ছেন ক্যাটরিনা কাইফ!

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৯:২১ অপরাহ্ন
সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তাঁর প্রথম দিকের ছবিগুলি দেখে দর্শকের ধারণা হয়েছিল, তিনি কেবলই এক সুন্দর মুখ। সৌন্দর্য প্রদর্শন করা ছাড়া তার আর কিছুই করার নেই। এই সুন্দর মুখের পিছনে কোনও মতামত বা ব্যবসায়িক বুদ্ধি থাকতে পারে, তা ভাবেননি অনেকেই। কিন্তু, একটা সময়ের পর থেকে তাঁকে নিয়ে মানুষের মতামত বদলাতে থাকে। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফের। বুধবার ৪২ বছর পূর্ণ হল তাঁর।

বহিরাগত হিসাবে শুরু করেছিলেন কেরিয়ার। পরিবারের আর্থিক হাল ধরতে হয়েছিল তাঁকে। ৪২ বছরে ২৪০ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন তিনি। অক্ষয় কুমারের বিপরীতে ‘নমস্তে লন্ডন’ ছবি থেকে নিজেকে প্রমাণ করতে শুরু করেছিলেন অভিনেত্রী। বক্স অফিস সাফল্য পেয়েছিল এই ছবি। তার পরে ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’, ‘রাজনীতি’, ‘এক থা টাইগার’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি উদ্যোগপতি হিসাবেও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন তিনি। কয়েক বছরের মধ্যেই ক্যাটরিনার প্রসাধনীর ব্যবসা সফল ও নিজস্ব পরিচিতি তৈরি করেছে।

নিজের ব্র্যান্ড তৈরির আগে ২০১৮ সালে একটি রিটেল সংস্থায় ২.০৪ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন ক্যাটরিনা। ২০২১ সালে এই অর্থের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা। বোঝা যায়, ক্যাটরিনা ব্যবসার জগতে লম্বা দৌড়ের ঘোড়া।

প্রসাধনীর বাজারে প্রতিযোগিতা তুঙ্গে থাকা সত্ত্বেও পাকাপাকি জায়গা করে নিয়েছে ক্যাটরিনার ব্র্যান্ড। ক্যাটরিনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, শৈশব থেকে প্রসাধনীর প্রতি তাঁর তীব্র আকর্ষণ। নিজের প্রসাধনীও তাই নিজে করতেই পছন্দ করেন তিনি। তাই প্রসাধনী নিয়েই ব্যবসার কথা ভেবেছিলেন। এই মুহূর্তে ক্যাটরিনার ব্র্যান্ডের মূল্য ২৪০ কোটি টাকা।

এই দীর্ঘ সফরে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণও নজর কাড়ার মতো। বিদেশে ও দেশে বেশ কিছু জমি ও বাড়ি রয়েছে তাঁর। মুম্বইয়ের আন্ধেরিতে বিলাসবহুল এক আবাসনে দোতলা ফ্ল্যাট রয়েছে তাঁর। সেই বাড়ির দাম ১৭ কোটি টাকা। ভিকির সঙ্গে বিয়ের আগে এই বাড়িতেই থাকতেন ক্যাটরিনা। এ ছাড়া, লন্ডনে ৭.২ কোটি টাকার একটি বা়ড়ি রয়েছে। বর্তমানে জুহুতে একটি আবাসনে ভিকির সঙ্গে থাকেন ক্যাটরিনা। অভিনেত্রীর গাড়ির সম্ভারে ২.৩৭ কোটি টাকার গাড়িও রয়েছে। বর্তমানে ক্যাটরিনা মোট ২৬৩ কোটি টাকার মালিক। তার মধ্যে ছবির পারিশ্রমিক থেকে শুরু করে ব্র্যান্ড এনডোর্সমেন্টের টাকাও রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]