আমার দেশ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে না: মাহমুদুর রহমান

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৫৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৫৭:১১ অপরাহ্ন
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, আমার দেশ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি, ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি, আমেরিকার কাছে মাথা নত করেনি। আল্লাহ ছাড়া কারো কাছেই আমার দেশ মাথা নত করবে না, আমার দেশ মাথা নত করতে জানে না।

বুধবার (১৬ জুলাই) রাজশাহী মহানগরীর মাস্টার সেফ হল রুমে দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জুলাই যোদ্ধাদের প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করে জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকার  আহ্বান করেন।

সত্য নিউজ করতে গেলে শত্রু দাঁড়িয়ে যাবে জানিয়ে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ করতে গেলে ক্ষমতাশালীরা শত্রু হিসাবে দাঁড়িয়ে যাবে। ক্ষমতাশালী মানে কেবল সরকার না বরং রাজনৈতিক দল ক্ষমতাশালী, বড় ব্যবসায়ী ক্ষমতাশালী, সন্ত্রাসীরা ক্ষমতাশালী, ভারতীয় আধিপত্যবাদ ক্ষমতাশালী কিন্তু ক্ষমতাশালীদের ভয় পাওয়ার কিছু নেই। যে যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই ভীত না হয়ে সত্য লিখতে হবে।

এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের আমলে আমার দেশকে বিএনপির পত্রিকা বলা হতো, এখন বিএনপি জামাতের পত্রিকা বলে। জামাতের ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে তারা অন্য কারো পত্রিকা বলে ট্যাগ দিবে। আমি স্পষ্টভাবে বলতে চাই আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। আমার দেশ বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা। সত্য ও ন্যায়ের পক্ষে আমার দেশ কথা বলবেই।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক আমার দেশ’র ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং দৈনিক আমার দেশ এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। রাজশহী ব্যুরো মঈন উদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, বগুড়ার স্টাফ রিপোর্টার সবুর শাহ লোটাশ, পাবনার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, রংপুরের স্টাফ রিপোর্টার বাদশা ওসমানী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাটোর জেলা প্রতিনিধি আব্দুস সালাম।

আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবীদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে। তিনি প্রতিনিধিদের বলেন আপনারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন না এবং দেশ ও জণগনের পক্ষে কাজ করতে পিছু হটবেন না।

তিনি বস্থনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দেন। বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্ত নিউজ দিতে হবে সঠিক ভাবে। পাঠক রাজনৈতিক নিউজ পড়তে পছন্দ করে। আমরা জানিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। পরিস্থিতি যাই হোক আপনার যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, আমার দেশ বর্তমানে পাঠক চাহিদায় শীর্ষে। অনলাইনে, ইউটিউবে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। প্রকৃতপক্ষে সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যই আমার দেশ পাঠক নন্দিত হয়েছে। আপনাদের সকলের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানাচ্ছি। মাহমুদ ভাই সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন সুতরাং এ সত্যের পথ আমাদের আঁকড়ে থাকতে হবে।

ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, নিউজ করার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাবশালী কি-না, বিত্তবান কি-না কিংবা মাহমুদুর রহমান ভাইয়ের ঘনিষ্ঠজন কি-না কোনো কিছুই দেখবেন না। আপনি নিউজ করবেন। যদি সঠিক নিউজ হয় এবং দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় তাহলে তা অবশ্যই ছাপানো হবে। আমার দেশ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং আপনারা যারা প্রকৃতপক্ষে সাংবাদিকতা করতে চান আমার দেশ তাদের জন্য বেস্ট প্লাটফর্ম।

সম্মেলনে উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর) বিভাগের ১৬ জেলার সকল জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অংশ নেন। সকাল ৯টার আগেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে পৌঁছে যান। দীর্ঘদিন দৈনিক আমার দেশ’ এ পুনরায় কাজের সুযোগ পেয়ে এবং তাদের প্রিয় সম্পদককে কাছে পেয়ে অনেক প্রতিনিধি ছিলেন আবেগে আপ্লুত। তারা দলবদ্ধ হয়ে আলোচনা ও আড্ডায় মেতে ওঠেন। ছবি তোলার যেন প্রতিযোগিতা চলতে থাকে। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী জেলার আমার দেশ পাঠক মেলাসহ বিভিন্ন জেলার পক্ষ থেকে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]