কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরে

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৩:৩৮ অপরাহ্ন
কন্যাসন্তানের বাবা-মা হলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে খবর।

যদিও এখনও পর্যন্ত দম্পতির তরফে কোনও সরকারি ঘোষণা আসেনি। তবে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়েছে, মা ও মেয়ে দু’জনেই ভাল আছেন।”

গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে নিজেদের প্রথম সন্তানের আগমনের খবর ভাগ করে নিয়েছিলেন এই জনপ্রিয় তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “The greatest gift of our lives... Coming soon”—সেই ছবিতে দেখা যায়, তাঁরা একসঙ্গে শিশুদের ছোট মোজা ধরে আছেন।

২০১৮ সালে একটি পার্টিতে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। এরপর ‘শেরশাহ’ ছবির শ্যুটিংয়ে তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। অবশেষে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, রাজস্থানের জয়সলমেরে এক স্বপ্নময় অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।

এখন তাঁরা এক নতুন জীবনের অধ্যায় শুরু করলেন। তবে অভিনয় কেরিয়ারেও চলেছে জোরকদমে কাজ। আগামী মাসেই বড়পর্দায় ফিরছেন দুই তারকাই। সিদ্ধার্থ অভিনীত রোম্যান্টিক কমেডি ‘পরম সুন্দরী’ মুক্তি পাবে জাহ্নবী কপূরের সঙ্গে। অন্যদিকে কিয়ারাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের ‘ওয়ার ২’-এ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]