পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৩:৩৮ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা, থিম সং প্রদর্শন এবং সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খালিদ সাইফুল্লাহ। এ সময় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]