রাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:০৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:০৩:০৬ অপরাহ্ন
রাজশাহীতে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণা মামলায় ভূয়া পুলিশ রাজিউরকে ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ রাজিউর রহমান (৪০), সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও গ্রামের সইফুর রহমানের ছেলে। 

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আসামী মোঃ রাজিউর ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকার মাধ্যমে বিভিন্ন সরকারী চাকুরী নিয়ে দেয়। ভূক্তভোগী রাজিউরের সাথে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছে বলে জানায়।

তার কাছে চাকুরীর বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকুরী দিয়েছে এবং তাকেও ভর্তি করে দিবে বলে ১২ লাখ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকুরী হলে প্রথমে ৬লাখ টাকা এবং পরবর্তীতে এ্যাপয়নমেন্ট কার্ড হাতে পাওয়ার পরে বাকী ৬ লাখ টাকা দিতে হবে বলে চুক্তি হয়।

গত (৩১ মে ২০২৫) ভূক্তভোগীকে মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস এর কথা বিবাদীকে জানায়। এরপর (২ জুন ২০২৫) প্রতারক ভূক্তভোগীর সকল সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ২টি বøাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বললে ভূক্তভোগী তার কথা মত ২টি ব্ল্যাংক চেক, মূল এসএসসি সার্টিফিকেট সহ মূল্যবান কাগজপত্র ও ৬টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প এসএ পরিবহণে কুরিয়রের মাধ্যমে পাঠিয়ে দেয়।

ওই দিন রাত সাড়ে ৮টায় ভূক্তভোগীকে পুনরায় প্রতারক পুলিশ সকাল সাড়ে ৭টায় রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগের মাঠে আছে বলে জানায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু ভূক্তভোগী রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন প্রতারক পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যপারে ভূক্তভোগী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলার পর প্রতারক ভূয়া পুলিশকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল।

অবশেষে শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলা থেকে সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা ভূয়া পুলিশ ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে প্রতারক স্বীকার করে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষের সাথে প্রতারণা করেছে। এছাড়াও সার্টিফিকেট জালিয়াতি, আত্মসাত করার মাধ্যমে ব্ল্যাকমেইলের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে। মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এলাকার নিরীহ লোকজনকে নিঃস্ব করেছে বলেও জানায় ভূয়া পুলিশ রাজিউর। এছাড়া পূর্বে তার বিরুদ্ধে একাধিক প্রতারণা আইনে মামলা রয়েছে এবং একাধিকবার জেলে গেছে বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা রয়েছে। 

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]