ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেলকে (৪২) বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া ঢাকা মোড় শাপলা চত্বর এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সৈয়দ মেহেদী হাসান রুবেল একই এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া ঢাকা মোড় শাপলা চত্বর এলাকার নিজ বাড়ী থেকে বিষ্ফোরক মামলায় মেহেদী হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। বৃহস্পতিবার (১৫ মে) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাত টার দিকে উপজেলা এবং পৌর শাখা বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে মিছিল বের করে। মিছিলটি ছোট যমুনা নদীর বড় ব্রিজের পূর্ব প্রান্তে আসার পরপরই ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নূরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিষ্ফোরক আইনে একটি মামলা ফুলবাড়ী থানায় দায়ের করেন

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]