
শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে খ্যাতি চাইছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী? উঠছে এমন দাবি। ‘কাঁটা লগা’ খ্যাত অভিনেত্রীর মৃত্যুর পর থেকে তাঁর স্বামী সমাজমাধ্যমে তুলে ধরছেন নানা স্মৃতি। বিভিন্ন ভাবে স্মরণ করছেন শেফালীকে। এই দেখে নিন্দকদের দাবি, এ বার শেফালীর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন পরাগ।
পরাগ একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, শেফালীর হাতে হাত রাখা পরাগের। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমরা চিরকাল একসঙ্গে আছি, থাকব।” পোস্টের মন্তব্য বিভাগে নিন্দকদের একহাত নিয়েছেন পরাগ। নিজেই মন্তব্যে বিভাগে তিনি লেখেন, “যাঁরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করছেন, তাঁদের বলতে চাই, সবাই আপনাদের মতো না। পরী (শেফালী) সমাজমাধ্যমে থাকতে ভালবাসত। ও মানুষের থেকে ভালবাসা পেতে পছন্দ করত।”
পরাগ জানান, তিনি নিজে সমাজমাধ্যম ব্যবহার করতেন না সেই ভাবে। কিন্তু এ বার থেকে শেফালীর জন্য নিয়মিত নানা স্মৃতি ভাগ করে নেবেন তিনি। নিজের সমাজমাধ্যম শেফালীকে উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।
শেফালীকে মনে রাখার জন্য আরও একটি কাজ করেছেন পরাগ। অভিনেত্রীর স্মৃতিতে একটি বৃক্ষরোপণ করেছেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পরাগ লেখেন, “পরী প্রকৃতি ভালবাসত। ওর প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যই গাছ লাগালাম। সকলকে ধন্যবাদ।”
উল্লেখ্য, ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালী জরীওয়ালার। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শোনা গিয়েছে, তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিত ভাবে।
পরাগ একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, শেফালীর হাতে হাত রাখা পরাগের। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমরা চিরকাল একসঙ্গে আছি, থাকব।” পোস্টের মন্তব্য বিভাগে নিন্দকদের একহাত নিয়েছেন পরাগ। নিজেই মন্তব্যে বিভাগে তিনি লেখেন, “যাঁরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করছেন, তাঁদের বলতে চাই, সবাই আপনাদের মতো না। পরী (শেফালী) সমাজমাধ্যমে থাকতে ভালবাসত। ও মানুষের থেকে ভালবাসা পেতে পছন্দ করত।”
পরাগ জানান, তিনি নিজে সমাজমাধ্যম ব্যবহার করতেন না সেই ভাবে। কিন্তু এ বার থেকে শেফালীর জন্য নিয়মিত নানা স্মৃতি ভাগ করে নেবেন তিনি। নিজের সমাজমাধ্যম শেফালীকে উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।
শেফালীকে মনে রাখার জন্য আরও একটি কাজ করেছেন পরাগ। অভিনেত্রীর স্মৃতিতে একটি বৃক্ষরোপণ করেছেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পরাগ লেখেন, “পরী প্রকৃতি ভালবাসত। ওর প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যই গাছ লাগালাম। সকলকে ধন্যবাদ।”
উল্লেখ্য, ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালী জরীওয়ালার। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শোনা গিয়েছে, তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিত ভাবে।