গুরুদাসপুরে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৬:৫২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৫২:৩২ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনসমূহকে সম্পৃক্তকরণ জরুরী’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বিডিএসসি’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় চলনবিল প্রেসক্লাব হলরুমে ওই অনুষ্টিত সভা হয়। আলোচনা সভায় বিডিএসসি’র সভাপতি অধ্যাপক এএইচএম একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্ধসঢ়;কাছ। বিশেষ অতিথির বক্তব্য দেন চলনবিল প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান।

অন্যদের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পিএসকেএস’র নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, আরডিও’র নির্বাহী পরিচালক জাকির হোসেন, মাওলানা মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিএসসি’র নির্বাহী পরিচারক মজিবুর রহমান মজনু। এসময় বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, তামাক দ্রব্য নিয়ন্ত্রনে সরকারী আইন যুগোপযোগী ও প্রয়োগ জরুরী। প্রচারনায় বেসরকারী প্রতিষ্ঠান ও এনজিও গুলোকে সম্পৃক্তকরণে এবং
তামাকের উৎপাদন ও আমদানী বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে আহবান জানান বক্তারা।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]