গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যার ২৪ঘন্টার মধ্যে প্রধান আসামী-সহ গ্রেফতার-৭

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৮:৫৬ অপরাহ্ন
রাজশাহী গোদাগাড়ীতে লোহার হাতুরী দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল-সহ ৭জনকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত ১২টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ আশরাফুল ইসলাম (৬০), ও অন্যান্যা এজাহার নামীয় আসামীরা হলো: মোঃ মফিজুল ইসলাম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আকবর আলী (২৮), মোঃ বাবর আলী (১৯), মোঃ হানিফ (২৯) ও মোঃ রমজান আলী (২০), তারা প্রত্যেকেই গোদাগাড়ী থানা অঞ্চলের বাসিন্দা। 

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিহত ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম গত রবিবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে বাইরের কাজ শেষে বাড়ী ফিছিলেন। এদিন রাত ৯টার দিকে পথে গোদাগাড়ী থানাধীন আইহাই গ্রামের সাগরা মোড়ে পৌছালে গ্রেফতারকৃত আসামীরা-সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রড-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের এলোপাথারী ভাবে মনিরুলকে মারপিট করে। পরে গ্রামের অন্যান্য লোকজন গুরুতর আহত মনিরুলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা রাজশাহী বাইরে দিনাজপুর জেলায় পালিয়ে আত্মগোপন করে।  

অপর দিকে আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে মামলার ২৪ঘন্টার মধ্যে র‌্যাবের তৎপরতায় এজাহার নামীয় আসামীদের দিনাজপুর জেলা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গেড়াদাগাড়ী থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]