মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৪৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৪৫:০৭ অপরাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পাঁচ বছর বয়সী আলিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান। 

সোমবার (৭ জুলাই) বিকেলে মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মাথায় এসে  হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় জনগণ লরিটিকে আটক করেছে। 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]