
সার্বিয়ান ডেভিস কাপ সতীর্থ মিওমির কেচমানোভিচকে দাপটের সঙ্গে হারিয়ে উইম্বলডনে জয়ের শতক পূর্ণ করলেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই তারকা এবারের আসরে দারুণ ফর্মে আছেন।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তৃতীয় রাউন্ডের ম্যাচে কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন জোকোভিচ। ম্যাচটি শেষ হতে সময় লাগে দুই ঘণ্টারও কম। এই জয়ের মাধ্যমে উইম্বলডনে তার ১০০তম জয় পূর্ণ হলো।
পুরুষ এককে উইম্বলডনে ১০৫ ম্যাচ জিতে শীর্ষে আছেন রজার ফেদেরার। নারী এককে ১২০ জয় নিয়ে শীর্ষে মার্টিনা নাভ্রাতিলোভা। তাদের পরই এখন জায়গা করে নিলেন জোকোভিচ।
উইম্বলডনের আগেই ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান বলেছিলেন, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার এটি হতে পারে তার সেরা সুযোগ। লন্ডনের এই ঘাসের কোর্টে আগেও সাতবার ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি। তবে ২০২৩ সালের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি।
তবে এবারের আসরে ফর্মে ফিরেছেন জোকোভিচ। শেষ দুটি ম্যাচে মাত্র ১২টি গেম হারিয়েছেন তিনি। নিজের শততম উইম্বলডন জয় নিয়ে বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ের কাছে উইম্বলডন স্বপ্নের টুর্নামেন্ট। এখানে বহুবার জয়ের সুযোগ পেয়েছি, সেটা আমার জন্য সৌভাগ্যের। আমি নিজেকে ধন্য মনে করি।’
অষ্টম উইম্বলডন জয়ের লক্ষ্যে এবার জোকোভিচকে পার করতে হতে পারে আরও বড় বাধা। সামনে অপেক্ষা করছে চতুর্থ রাউন্ডের লড়াই, যেখানে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর। ফাইনালে উঠলে তার মুখোমুখি হতে পারেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কিংবা বর্তমান চ্যাম্পিয়ন কার্লো আলকারাজ।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তৃতীয় রাউন্ডের ম্যাচে কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন জোকোভিচ। ম্যাচটি শেষ হতে সময় লাগে দুই ঘণ্টারও কম। এই জয়ের মাধ্যমে উইম্বলডনে তার ১০০তম জয় পূর্ণ হলো।
পুরুষ এককে উইম্বলডনে ১০৫ ম্যাচ জিতে শীর্ষে আছেন রজার ফেদেরার। নারী এককে ১২০ জয় নিয়ে শীর্ষে মার্টিনা নাভ্রাতিলোভা। তাদের পরই এখন জায়গা করে নিলেন জোকোভিচ।
উইম্বলডনের আগেই ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান বলেছিলেন, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার এটি হতে পারে তার সেরা সুযোগ। লন্ডনের এই ঘাসের কোর্টে আগেও সাতবার ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি। তবে ২০২৩ সালের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি।
তবে এবারের আসরে ফর্মে ফিরেছেন জোকোভিচ। শেষ দুটি ম্যাচে মাত্র ১২টি গেম হারিয়েছেন তিনি। নিজের শততম উইম্বলডন জয় নিয়ে বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ের কাছে উইম্বলডন স্বপ্নের টুর্নামেন্ট। এখানে বহুবার জয়ের সুযোগ পেয়েছি, সেটা আমার জন্য সৌভাগ্যের। আমি নিজেকে ধন্য মনে করি।’
অষ্টম উইম্বলডন জয়ের লক্ষ্যে এবার জোকোভিচকে পার করতে হতে পারে আরও বড় বাধা। সামনে অপেক্ষা করছে চতুর্থ রাউন্ডের লড়াই, যেখানে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর। ফাইনালে উঠলে তার মুখোমুখি হতে পারেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কিংবা বর্তমান চ্যাম্পিয়ন কার্লো আলকারাজ।