গাজীপুরে পুকুরে ডুবে দুই ২ কিশোরের মৃত্যু

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:০৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:০৫:৫৯ অপরাহ্ন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো: রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে সকাল ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]