ইসরাইল-ইরান১২ দিনের সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:৪৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:৪৭:০০ পূর্বাহ্ন
ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরার আগের দিনে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিবিসি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মুসল্লিদের সঙ্গে দেখা করছেন খামেনি এবং উপস্থিত একজন সিনিয়র ধর্মীয় নেতাকে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য উৎসাহিত করছেন। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় “হে ইরান” গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গত ১৩ জুন শুরু হওয়া ইসরাইল-ইরান সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। সংঘাত চলাকালে খামেনি টেলিভিশনে তিনটি পূর্ব-রেকর্ড করা বার্তা দিলেও প্রকাশ্যে আসেননি, যার ফলে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করেছিলেন, তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।

তবে সর্বশেষ শনিবারের ভিডিওতে তার সরাসরি উপস্থিতি সেই সব গুঞ্জনে ইতি টেনে দেয়।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন জনসাধারণকে আহ্বান জানিয়েছে, খামেনির এই জনসমক্ষে আসার প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠাতে।

উল্লেখ্য, ২৬ জুন খামেনির এক ভাষণে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষের অবসান ঘটে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]