কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার: প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৪:৩০ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, যখনই আমাদের অফিসে কেউ আসে তখনই আমরা তার সাথে কথা বলি। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়। প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি করা হবে। আমাদের অফিসে আসা মাত্রই আমরা মানুষের কথা শুনবো।
মঙ্গলবার (১৩ মে) সকালে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি-নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম’ এ কর্মশালা আয়োজন করে।
আজিম আহমেদ বলেন, বলা হয় ডি-নথির ব্যবহারে দুর্নীতি কমবে। ব্যক্তিগতভাবে গত ছয় মাসে আমি একটি দুর্নীতিও করিনি। আমরা ফাইল পেন্ডিং রাখি না, আমরা মানুষকে সেবা দেই। কমিশনার অফিসে বহু পুরানো এলএ কেস ছাড়া কোনো ফাইল পেন্ডিং নেই। তিনি বিভাগীয় কমিশনার অফিসে কোনো কাজে হয়রানির শিকার হলে তাকে জানানোর পরামর্শ দেন।
অনলাইন নথি ব্যবস্থাপনার ঘন ঘন নাম পরিবর্তনের সমালোচনা করে বিভাগীয় কমিশনার বলেন, নাম পরিবর্তন করবেন না। নাম পরিবর্তন করলে মনে হয় আগের সবকিছু হারিয়ে গেছে। একই নাম থাকবে শুধু আপগ্রেড করা হবে। এসময় তিনি ডি-নথির সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং এটুআই প্রোগ্রামের যুগ্মসচিব শহিদুল ইসলাম। রাজশাহী বিভাগের বিভাগীয় ও আঞ্চলিক দপ্তরসমূহের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]