মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১২:২৬ অপরাহ্ন
মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যের হপাসাওং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করছে, 'যোদ্ধাদের ধন্যবাদ!'

এর আগে মঙ্গলবার (৩ জুলাই) বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং-এ জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল 'FTC-2000G' মডেলের যুদ্ধবিমানটি।

জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে তারা যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়াকে দায়ী করেছে।

চীনে তৈরি FTC-2000G-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমার সরকার চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল।

ইরাবতি জানিয়েছে, ব্যাপকভাবে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিরোধ বাহিনী ব্যাটালিয়ন ১৩৪ দখল করছে এবং অস্ত্র ও গোলাবারুদসহ কয়েক ডজন শাসক সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের বন্দী করছে। তবে বৃহস্পতিবার সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কারেনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে এসব জব্দের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]